বঙ্গবীর কাদের সিদ্দিকীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন

সুুরমা টাইমস ডেস্ক:: ডেঙ্গু জরে আক্রান্ত কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রবিবার বিকালে টাঙ্গাইল মেডিকেল হাসপাতাল থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক পুতুল রায় বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার কাদের সিদ্দিকী ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে এখানে ভর্তি হন। পরে তার জ্বর কমে ১০১ ডিগ্রি হয়। রবিবার তার জ্বর ৯৯ ডিগ্রিতে নেমে আসে। প্রাথমিকভাবে সকল পরীক্ষা করা হলে জানা যায়, তার ডেঙ্গু জ্বর হয়েছে।

কাদের সিদ্দিকীর পরিবার জানায়, বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভারে পৌঁছার পর তার জ্বর আসে। এক পর্যায়ে তিনি বারইপাড়ায় তার এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। তিনি শুক্রবার টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপরও অবস্থার অবনতি হলে ঈদের দিন সন্ধ্যায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও বঙ্গবীর কাদের সিদ্দিকীকে টাঙ্গাইল থেকে ঢাকায় স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vCxbT3

September 03, 2017 at 10:41PM
03 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top