কুমিল্লায় বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় বাসচাপায় হোসেন সরকার নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ৪ জন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলা চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পুলিশ কনস্টেবল রাঙ্গামাটি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। ঈদের ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও আহতরা জানান, পুলিশ কনস্টেবল হোসেন সরকারসহ আরও তিন যাত্রী সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে দেবিদ্বার থেকে ময়নামতি যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরবাকর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কোম্পানীগঞ্জগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সিএনজিচালক ও তিন যাত্রী মারাত্মক আহত হন। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়ার পর পুলিশ কনস্টেবল হোসেন সরকারের মৃত্যু হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ‘নিহত হোসেন সরকারের মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় নেয়া হয়েছে, বিষয়টি মুঠোফোনে রাঙ্গামাটি পুলিশ সুপার ও নিহতের স্বজনদের অবহিত করা হয়েছে।’

The post কুমিল্লায় বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xebSY7

September 08, 2017 at 12:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top