নগরীতে বাসা দখলের চেষ্টা,প্রবাসীসহ দুই জন আহত

স্টাফ রিপোর্টার ::
নগরীর হাওয়াপাড়ায় বাসা দখলে বাধা দেয়ায় এক প্রবাসীসহ ২ জনের উপর হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১০টায় হাওয়াপাড়ার দিশারী ৭৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। আহত ফায়েজুর রহমান ফয়েজ (৪০) হাওয়াপাড়ার দিশারী ৭৪ নম্বর বাসার ফারুক হোসেনের ছেলে এবং ফয়েজের ফুফাতো ভাই নুরুজ্জামান (৩৮)।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে হাওয়াপাড়ার দিশারী ৭৩ নম্বর বাসার মৃত মুখলিস মিয়ার ছেলে ফয়েজের চাচাতো ভাই রিপন মিয়া (৪৫) তাঁর পরিবারের লোকদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এ নিয়ে গত ৫ই মার্চ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফয়েজের মা দিলারা বেগম। গত শুক্রবার পরিবারের সাথে দেশে ঈদ কাটাতে ফয়েজ প্রবাস থেকে দেশে আসেন। গত মঙ্গলবার রাত ১০টায় হঠাৎ করে রিপন মিয়া, তাঁর শ্বশুর ফারুক আহমদ ও শ্যালক ছালেকসহ কয়েকজন ফয়েজের পরিত্যক্ত বাসা দখল করতে গেইটের তালা ভাঙেন। তালা ভাঙতে দেখে ফয়েজের মা দিলারা বেগম চিৎকার করলে ফয়েজ ও তাঁর ফুফাতো ভাই নুরুজ্জামান তাদের বাধা দেন। এসময় রিপন মিয়া ফয়েজকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত এবং রিপনের শ্বশুর ফারুক আহমদ ও শ্যালক ছালেকসহ কয়েকজন নুরুজ্জামানকে মারপিট করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান। আহত ফায়েজুর রহমান ফয়েজ বর্তমানে ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ফয়েজের মা দিলারা বেগম বলেন, চার দিন আগে আমার ছেলে দেশে এসেছে। দীর্ঘদিন ধরে রিপন আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে আমি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। আমার স্বামী একজন হৃদরোগী। গত মঙ্গলবার রাত ১০টায় হঠাৎ করে রিপন, তাঁর শ্বশুর ফারুক আহমদ ও শ্যালক ছালেকসহ কয়েকজন আমাদের বাসা দখল করার জন্য গেইটের তালা ভাঙে। আমার ছেলে ফয়েজ ও তাঁর ফুফাতো ভাই নুরুজ্জামান তাদের বাধা দিলে তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে মেরে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি গৌসুল হোসেন বলেন, স্থানীয়দের তথ্যে আমি পুলিশ পাঠাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xQaJ5v

September 08, 2017 at 01:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top