মাত্র ২২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করল সিসিক

নিজস্ব প্রতিনিধি:: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নগরীতে সৃষ্ট কোরবানির পশুর বর্জ্যরে পাশাপাশি চামড়া ব্যবসায়ীদের জড়ো করা চামড়া থেকে উদ্ভূত সকল প্রকার বর্জ্য ২২ ঘণ্টার মধ্যে অপসারণ করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

শনিবার (২রা সেপ্টেম্বর) সকাল থেকে বর্জ্য অপসারণের কাজে থাকা সিলেট সিটি কর্পোরেশনের ১২০০ পরিচ্ছন্নতা কর্মী রাতভর কাজ করে সিলেট নগরীকে বর্জ্যমুক্ত করতে সক্ষম হয়েছেন। তাদের সার্বক্ষণিক তদারকিতে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হানিফুর রহমান।

অন্যদিকে চামড়া ব্যবসায়ীদের রাস্তায় জড়ো করে রাখা চামড়ার কারণে উদ্ভূত বর্জ্যও অপসারণ করে সিলেট সিটি কর্পোরেশন। দুর্গন্ধমুক্ত রাখার জন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা রাস্তা ব্লিচিং পাউডার ও পানি দিয়ে পরিষ্কার করেছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, কোরবানির পর পশুর বর্জ্য দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রায় ২২ ঘণ্টার মধ্যেই নগরী পরিষ্কার করতে সক্ষম হয়েছে। নগরীর অলিগলিতেও কোন বর্জ্য বা দুর্গন্ধযুক্ত পরিবেশ বিরাজ করছে কিনা তা-ও খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিলেট সিটি কর্পোরেশরেন বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হানিফুর রহমান জানান, ১২০০ পরিচ্ছন্নতাকর্মী, ৪০টি বর্জ্যবাহী ট্রাক এবং ১০টি পানির গাড়ি নিয়ে শনিবার সকাল থেকে বর্জ্য অপসারণে রাতভর কাজ করেছে সিটি কর্পোরেশন। যার ফলেই রবিবার সকাল ১০টার মধ্যে নগরী থেকে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2evLcXz

September 03, 2017 at 09:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top