মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ইউএনও’র কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা সম্পন্ন করার লক্ষে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উপযাপন পরিষদের উপদেষ্ঠা স্বরবিন্দু চক্রবর্তী, বিজয় গোস্বামী, সহ সভাপতি সুনিল কান্ত দে, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, যুগ্ম সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি রুপক কুমার দে, বর্তমান সাধারণ সম্পাদক গৌরাঙ্গ মালাকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদার, আনসার-বিডিপি প্রশিক্ষক স্মৃতি রাণী বীর, পল্লী বিদ্যু’ সমিতির এজিএম নাজমুল হাসান, জেলা সেচ্ছাসেবক লীগের সহ তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুন বিভু, বিভিন্ন পূজা কমিটির শশাংঙ্ক বৈদ্য, সুব্রত ধর বাপ্পী, প্রবীর কান্তি দে পিংকু, নন্দ লাল বৈদ্য, তনয় দাশ পুরকায়স্থ, বিষু দে, সমীর দে ঝুলন, অজিত দাশ, হারান পাল, বকুল মালাকার, দিপু দাস, মিন্টু মালাকার, অশোক দেব, শুভ দত্ত, প্রমেশ বৈদ্য, কৃষ্ণ বৈদ্য, দিপুল দেবনাথ, বিনদু বৈদ্য, সুবোধ দাশ, সুজিত বৈদ্য, ভূষণ কর, সমীর দাশ, শীতল বৈদ্য, লিটন দে, মঞ্জু দাস, প্রবীর দে, বকুল বৈদ্য, বিদ্যুৎ মালাকার, কালাচান বৈদ্য, নির্মল বৈদ্য, মিশু ধর প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2f9DKWe
September 14, 2017 at 11:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন