নবীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: নবীগঞ্জে ২১পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ । পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে গোপলার বাজার তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে অভিযান চালিয়ে সাজন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার দেহতল্লাশি করলে তার কাছ থেকে ২১পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ী সাজনের বিরুদ্ধে এর আগে ২টি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে বলে জানা গেছে । কিছুদিন পূর্বে তাকে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসায় মেতে উঠে সে। আটককৃত সাজন মিয়া গজনাইপুর ইউনিয়নের পশ্চিম কান্দিগাঁও গ্রামের মৃত আখতার উল্লাহ’র ছেলে।

এ বিষয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ জানান, গ্রেফতার হওয়া সাজন একজন শীর্ষ ব্যবসায়ী এর আগেও তাকে একাধিক বার গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jslKYg

September 14, 2017 at 11:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top