নবীগঞ্জে ডাকাত সর্দার দুলাল গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জের ডাকাত সর্দার দুলাল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ । বৃহস্পতিবার দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুলাল উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত এমদাদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে নবীগঞ্জ থানা ও আদালতে চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্থি ফিরে এসেছে। এর আগে গত কয়েকমাস পূর্বে বানিয়াচং ও নবীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ।।

নবীগঞ্জ থানার এস আই সুজিত চক্রবর্তী গ্রেফতার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2h3Cjcs

September 14, 2017 at 11:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top