ম্যান ইউয়ের প্রাক্তনী এটিকে-তে

কলকাতা, ১২ সেপ্টেস্বরঃ ফের একবার বরোসরো চমক দিল এটিকে। ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের প্রাক্তনী টম থার্পকে দলে নিল দু-বারের চাম্পিয়নরা। ২৪ বছরের এই সেন্ট্রাল ডিফেন্ডার এটিকে স্কোয়াডের সপ্তম বিদেশি। ম্যান ইউ অ্যাকাডেমির এই গ্র্যাজুয়েট রেড ডেভিলসদের রিজার্ভ দলের অধিনায়ক ছিলেন। কিন্তু সিনিয়র দলে নিয়মিত জায়গা না হওয়ায় ২০১৫ সালে জুলাই মাসে তিনি যোগ দেন রটেরড্যাম ইউনাইটেডে। পরে সেখান থেকে লোনে ব্রাডফোর্ড সিটি ও বোল্টন দলে খেলেছেন।

থর্প জানিয়েছেন, ‘এটা আমার কাছে দারুন একটা সুযোগ। ফুটবল দুনিয়ায় এটিকে নামে পরিচিত। টেডি শেরিংহামের কোচিংয়ে খেলাটাও আমাকে গর্বিত করছে। আমি ওঁর থেকে অনেক কিছু শিখতে পারব। আশা করি, সদস্য-সমর্থক সবার মন জয় করতে পারব। আমাকে দলে নেওয়ার জন্য ধন্যবাদ।’ মূলত সেন্ট্রাল ডিফেন্ডারে খেলা থর্প প্রয়োজনে ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xtUPSh

September 12, 2017 at 02:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top