লুপার পোকার প্রতিরোধে ভাইরাস আবিষ্কার

নাগরাকাটা, ১২ সেপ্টেম্বরঃ চা বাগানের আতঙ্ক কালো লুপার দমনে নতুন জৈব পদ্ধতির কথা ঘোষণা করল চা গবেষণাকেন্দ্র (টিআরএ)। এরফলে এখন থেকে আর রাসায়নিক কীটনাশক ব্যবহারের প্রয়োজন হবে না। ইতিমধ্যেই ওই নয়া পদ্ধতি চা বাগানে পরীক্ষামূলকভাবে প্রয়োগও করা হয়েছে। তার ফলাফল যথেষ্ট সন্তোষজনক বলে টিআরএ-র উত্তরবঙ্গ আঞ্চলিক গবেষণা ও উন্নয়ন শাখার (এনবিআরআরডি) বিজ্ঞানীরা জানিয়েছেন।

টিআরএ জানিয়েছে, লুপার দমনে তারা একটি ভাইরাস খুঁজে পেয়েছে। তা দিয়েই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে লুপার পোকার আগ্রাসন। নাগরাকাটায় নিজেদের কেন্দ্রে ওই ভাইরাসের বাণিজ্যিক ভিত্তিতে উত্পাদনের জন্য এদিন দুটি গবেষণাগারেরও উদ্‌বোধন করা হয়।

টিআরএ সূত্রে জানা গিয়েছে, ওই ভাইরাসটির নাম নিউক্লিও পলিহেড্রো ভাইরাস বা এনপিভি। চা গাছে এর প্রয়োগে লুপার শুধু শেষই হয় না, ওই রোগপোকার ভবিষ্যতের আক্রমণও বন্ধ হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2h07xkN

September 12, 2017 at 01:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top