মুম্বই, ২০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি নামায় ফের ভাসছে মুম্বই। স্কুল-কলেজ বন্ধ, ব্যাহত ট্রেন চলাচল। একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই কান্দিভেলি, ওরলি, আন্ধেরি, বরিভেলির বহু জায়গা জলমগ্ন। রাস্তায় রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়েছে। মুম্বইবাসীর উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ১২ টা নাগাদ আরব সাগরে বড়ো ঢেউ আসতে পারে। প্রসঙ্গত দু-মাস আগেই প্রবল বৃষ্টিতে মুম্বই বিপর্যস্ত হয়েছিল। জলের তোড়ে বাড়ি ভেঙে পড়ায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেইসময়ের ক্ষতির জের কাটতে না কাটতেই ফের ঝড়বৃষ্টির মুখে পড়েছে দেশের বাণিজ্যিক রাজধানী।
ছবিঃ জলমগ্ন মুম্বই। সংগৃহীত চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yd5du3
September 20, 2017 at 10:04AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন