দার্জিলিংয়ে সিস্টার নিবেদিতা রায় ভিলায় হামলা

শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ সিস্টার নিবেদিতা স্মৃতি বিজড়িত রায় ভিলায় হামলা চালাল দুষ্কৃতীরা। বুধবার মাঝরাতে দার্জিলিংয়ে সিস্টার নিবেদিতার এই বাড়ি তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা। তাঁর প্রার্থনা ঘর এবং সৌধেরও ক্ষতি করেছে তারা। খবর পেয়েই শিলিগুড়ি থেকে দার্জিলিং রওনা হয়েছেন রামকৃষ্ণ মিশন নিবেদিতা সেন্টারের সেক্রেটারি স্বামী নিত্যসত্যানন্দ। গোটা ঘটনা তিনি ফোনে মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন।

একসময় রায়ভিলা দখল করে সেখানে জিএলপি-র প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন বিমল গুরুংরা। আন্তর্জাতিক চাপের মুখে মোর্চার কবল থেকে পুররুদ্ধার হয় রায় ভিলা। মোর্চার সাম্প্রতিক আন্দোলনে সরকারি সম্পত্তির ক্ষতি করা হলেও রায় ভিলার উপর হামলা হবে, এমন কথা ভাবতেও পারেননি প্রশাসনের কর্তারা। পুলিশ জানিয়েছে, ঘটনার পিছনে মোর্চার হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই বাড়িতেই তাঁর শেষ জীবন কাটিয়েছিলেন সিস্টার নিবেদিতা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2h2WQxu

September 14, 2017 at 02:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top