মুরাদনগরে চার মিষ্টির দোকানে জরিমানা

মুরাদনগর প্রতিনিধি ● মুরাদনগর উপজেলা সদরের মিষ্টি দোকানের প্যাকেটের ওজন বেশি ও অপরিষ্কারসহ বিভিন্ন অভিযোগে চারটি দোকানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি কর্মকর্তা, মুরাদনগর থানার এসআাই গোফরান প্রমুখ।

এ অভিযানে বিসমিল্লা মিষ্টি ভাণ্ডারকে ৫০ হাজার টাকা, মাতৃ ভাণ্ডারকে ৩০ হাজার টাকা, আদর্শ মিষ্টি ভাণ্ডারকে ১০ হাজার টাকা, মুসলিম মিষ্টি ভাণ্ডারকে ৫,০০০ হাজার টাকা করে মোট চারটি দোকানকে ৯৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

The post মুরাদনগরে চার মিষ্টির দোকানে জরিমানা appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xAz6bf

September 14, 2017 at 02:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top