ঢাকা, ০৮ সেপ্টেম্বর- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ছয় উইকেটে হারিয়েছে ডাওয়েন ব্রাভোর দল ত্রিনবাগো নাইট রাইডার্স। এই জয়ের সুবাদে ফাইনালে উঠে গেল তারা। আগামী ৯ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচে ক্রিস গেইলের দল সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্স। বাংলাদেশ সময় শুক্রবার সকালে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। গায়ানা আমাজন ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। পরে ত্রিনবাগো নাইট রাইডার্স ১৮ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন ওপেনার কলিন মুনরো। ৪৩ রান করেন ড্যারেন ব্রাভো। ১২ বল খেলে ১৮ রান করে অপরাজিত থাকেন দিনেশ রামদিন। সংক্ষিপ্ত স্কোর ফল: ছয় উইকেটে জয়ী ত্রিনবাগো নাইট রাইডার্স গায়ানা আমাজন ওয়ারিয়র্স ইনিংস: ১৫৯/৬ (২০ ওভার) (চাঁদউইক ওয়ালটন ৩৭, সোহেল তানভীর ৮, লুকে রঞ্চি ২৩, জ্যাসন মোহাম্মদ ১০, গাজানন্দ সিং ৩৯, রোশন প্রিমাস ৩৫*, আসাদ ফুদাদিন ০, রায়াদ এমরিত ০*; রন্সফোর্ড বিটন ২/৩০, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ০/৩০, কেভন কুপার ০/১৮, সুনিল নারিন ২/২১, ডাওয়েন ব্রাভো ১/২৬, ইয়াসির শাহ ০/২১, জ্যাভন সিয়ার্লেস ১/১০)। ত্রিনবাগো নাইট রাইডার্স ইনিংস: ১৬০/৪ (১৮ ওভার) (সুনিল নারিন ০, কলিন মুনরো ৫৭*, হামজা তারিক ১০, ড্যারেন ব্রাভো ৪৩, ডাওয়েন ব্রাভো ১১, দিনেশ রামদিন ১৮*; সোহেল তানভীর ১/২৬, স্টিভেন জ্যাকবস ০/৪২, রশীদ খান ১/২৩, রায়াদ এমরতি ১/২৫, রোশন প্রিমাস ০/১৬, ভিরাস্যামি পারমল ১/১৮)।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wMULLT
September 08, 2017 at 05:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top