রাম রহিমের ডেরায় তল্লাশি শুরু হল

সিরসা, ৮ আগস্টঃ বাবা রাম রহিমের ডেরায় তল্লাশি অভিযান শুরু হল শুক্রবার সকাল থেকে। তার জন্য সাজ সাজ রব প্রশাসনে। বাবার সদর দপ্তরে ঢোকার পর যাতে বাইরে কোনো নতুন গোলমাল না হয় তাই বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। সিরসায় সতনম চকে বাবার ডেরা ঘিরে রেখেছে ৪১ কোম্পানি আধা সামরিক বাহিনী, সেনার ৪ কলাম, চার জেলার পুলিশ, একটি সোয়াট টিম ও একটি ডগ স্কোয়াড। আদালতে রায় বেরনোর দিন বাবার ভক্তদের কাণ্ডকারখানা মাথায় রেখে কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। ডেরার ভিতর থেকেও কোনো প্রতিরোধ আসতে পারে বলেও সতর্ক থাকছে নিরাপত্তা বাহিনী।

প্রসঙ্গত পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে বাবা রাম রহিমের ডেরায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রায় ৭০০ একর জায়গাজুড়ে বাবার বিলাসবহুল ডেরা কী কী উদ্ধার হল তার বিস্তারিত রিপোর্ট দেবেন অবসরপ্রাপ্ত সেশন জজ এ কে এস পানোয়ার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wd96gW

September 08, 2017 at 10:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top