দলের প্রত্যেক খেলোয়াড়ের পারফরম্যান্সেই মুগ্ধ জিনেদিন জিদান। কিন্তু তাদের মধ্যে ক্রিস্তিয়ানো রোনালদোকে অন্য চোখে দেখেন রিয়াল মাদ্রিদ কোচ। ফরাসি গ্রেটের মতে, রোনালদো অন্য গ্রহ থেকে আসা খেলোয়াড় এবং বিশ্বসেরা। গত মৌসুমে অনেক প্রাপ্তি রোনালদোর। সব প্রতিযোগিতায় ৪২ গোল করেছেন, দলকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে সামনে থেকে অবদান রেখেছেন তিনি। স্বাভাবিকভাবে পর্তুগিজ তারকাকে উচ্চ প্রশংসায় ভাসালেন জিদান। পাশাপাশি সের্হিয়ো রামোস ও করিম বেনজিমার প্রশংসাও ঝরল তার কণ্ঠ থেকে, রামোস একজন নেতা, রোনালদো অন্য গ্রহের এবং বেনজিমা সত্যিকারের প্রতিভা। ২০০৯-১০ মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর রোনালদো গত মৌসুমেই সবচেয়ে কম লা লিগা খেলেছেন- ২৯টি। ২৫ গোল করে তিনি শীর্ষ গোলদাতা লিওনেল মেসির (৩৭) চেয়ে অনেক পেছনে ছিলেন। তবে শেষ পর্যন্ত দলের সবার সঙ্গে হেসেছেন রোনালদোই। সতীর্থদের সঙ্গে চারবারের ব্যালন ডিঅর জয়ীর বোঝাপড়া অনেক ভালো বলেছেন জিদান, তাকে কোনও কিছু বোঝানো সহজ। সে খুব বুদ্ধিমান এবং নিজের সম্পর্কে জানে। সতীর্থদের চাঙ্গা রাখতে পারে রোনালদো। সেরা খেলোয়াড় সে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2weqtxS
September 09, 2017 at 02:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন