সুরমা টাইমস ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে শক্তিশালী বিস্ফোরকসহ ১ যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (০৭ই সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার করিসেরপুর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। একটি সিম্ফনি মোবাইলের বাক্সে করে উচ্চ ক্ষমতাসম্পন্ন এই বিস্ফোরক সিলেট নগরীতে নিয়ে আসছিল ওই যুবক।
আটককৃত যুবকের নাম কিবরিয়া আহমেদ (২৪)। সে জৈন্তাপুরের নয়াখেল দক্ষিণ এলাকার ইজাজুল হকের ছেলে। কিবরিয়া পেশায় অটোরিকশা চালক। র্যাব বিস্ফোরক পরিবহণে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিও আটক করেছে।
র্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি পিযুষ চন্দ্র দাস জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করিসেরপুর ব্রিজ এলাকায় নাম্বারবিহীন একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি করা হয়। এসময় অটোরিকশার পেছনের সিটের নিচে সিম্ফনি লেখা মোবাইলের বক্সের ভেতর ৫০ গ্রাম ওজনের তারসহ ৬ পিস ইলেকট্রনিক ডেটোনেটর ও প্রায় পৌনে ১ কেজি ওজনের ৬ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল উদ্ধার করা হয়।
বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় অটোরিকশা চালক কিবরিয়াকেও আটক করা হয়। তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vSLYsQ
September 08, 2017 at 08:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন