পিতা বনাম পুত্রের লড়াই আজ লা-লিগায়

মাদ্রিদ, ২৩ সেপ্টেম্বরঃ আজ লা-লিগায় মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু পিতা বনাম পুত্র দ্বৈরথ। এক জন রিয়াল মাদ্রিদকে লা লিগায় খেতাবের দৌড়ে  ফিরিয়ে আনতে মরিয়া। অন্য জনের লক্ষ্য দেপোর্তিভো আলাভেস-কে অবনমনের আতঙ্ক থেকে  উদ্ধার করা।

প্রথম জন রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান। দ্বিতীয় জন দেপোর্তিভো আলাভেসের মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কিন্তু তিনি হলেন জিদানের বড় ছেলে।

রিয়াল মাদ্রিদের জুনিয়র দল থেকেই উঠে এসেছে এনজো। গত মরসুমেই তিনি সিনিয়র দলে সুযোগ পান। কিন্তু মাত্র চার মাস আগেই রিয়াল ছেড়ে আলাভেসে সই করেন। আশ্চর্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে এনজো বলছেন, ‘অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার কাছে এটা বিশেষ ম্যাচ।’

এই মুহূর্তে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে লা লিগ টেবিলে অষ্টম স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। জিতেছে মাত্র দুটো ম্যাচ। ব্যর্থতার জন্য নিজেকেই দায়ী করলেন জিদান। শনিবার জিরোনা-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে বার্সেলোনাও। পাঁচে পাঁচ করে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে লিওনেল মেসিরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hpElQx

September 23, 2017 at 12:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top