‘বিস্ফোরক’ নিয়ে বিমানে ওঠার আগে ধৃত দুই

বাগডোগরা, ২৩ সেপ্টেম্বরঃ ‘বিস্ফোরক’ নিয়ে বিমানে ওঠার মুখে বাগডোগরা বিমানবন্দরে ধরা পড়ল বিহারের দুই ব্যক্তি। শুক্রবার কলকাতাগামী একটি বিমানে ওঠার জন্য বেলা তিনটে নাগাদ অনুপ সিং এবং অভয় প্রকাশ নামে দুজনবাগডোগরা বিমানবন্দরে আসে। সেখানে সিকিউরিটি চেকিংয়ের সময় তাদের কাছ থেকে সন্দেহজনক সাদা পাউডার ভরতি সাতটি শিশি উদ্ধার করা হয়। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের স্নিফার ডগ সেটিকে শুঁকে বিস্ফোরক বলে সংকেত দেওয়ায় হইচই পড়ে যায় বিমানবন্দরে। ওই দুই ব্যক্তিকে আটক করে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে অনুপের বাড়ি বিহারের হাজারিবাগে। অভয় পাটনার বাসিন্দা।  দুজনকে দফায় দফায় জেরা করছে সিআইডি এবং রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দারা। সিআইডি বম্ব স্কোয়াডও প্রাথমিকভাবে ইনজেকশনের ওষুধের মতো শিশিতে থাকা ওই পাউডার বিস্ফোরক বলেই মনে করছে। শিলিগুড়ি পুলিশ কমিশনার নিরজ সিং বলেন, ফরেন্সিক পরীক্ষার পর এব্যপারে নিশ্চিত হওয়া যাবে। ধৃতদের কাছ থেকে পাউডার ভরা সাতটি শিশি মিলেছে। আজ তাদের আদালতে তুলে নেওয়া হবে। ধৃতরা জানিয়েছে, তারা গুরগাঁওয়ে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে। শিলিগুড়ি থেকে কলকাতা হয়ে তারা কর্মস্থলে যাচ্ছিল। তাদের বয়ানের সত্যতা যাচাই করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hnpKc7

September 23, 2017 at 12:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top