কঠোর নিরাপত্তা বেষ্ঠনীতে সিলেট

সুরমা টাইমস ডেস্ক:: ঈদুল আযহাকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলছে পুলিশ। সিলেটের সকল ঈদ জামাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঈদের ছুটিতে ফাঁকা হয়ে পড়া নগরীর নিরাপত্তায়ও সতর্ক দৃষ্টি রাখবে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সিলেট নগরীতে ২৪৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পুরো সিলেট জেলায় ১০৬৫টি ঈদগাহ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব ঈদ জামাত বিশেষ করে যেসব ঈদগাহ ও মসজিদে বড় জামাত অনুষ্ঠিত হয়, সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানা গেছে। সিলেট নগরীতে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সিলেটের ঐতিহ্যবাহী এ ঈদগাহ ময়দানে ঈদ জামাতকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। ঈদগাহ ও এর আশপাশে লাগানো হয়েছে কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরাও। ঈদের দিন ঈদগাহের প্রবেশপথ ও বেরিয়ে যাওয়ার পথে সশস্ত্র পুলিশী প্রহরা থাকবে। সাদাপোশাকধারী পুলিশ ও গোয়েন্দা সদস্যরা মুসল্লিদের সাথে মিশে গিয়ে দায়িত্ব পালন করবেন।একই রকম নিরাপত্তা ব্যবস্থা থাকবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদেও। এ দুই স্থানেও বেশ কয়েকটি সিসি ক্যামেরা লাগিয়েছে পুলিশ। নগরীর অন্যান্য স্থানে ঈদ জামাতেও থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পোশাকধারী পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকের পুলিশ সদস্যরা ঈদ জামাতের নিরাপত্তায় কাজ করবেন।এদিকে, ঈদকে কেন্দ্র করে সিলেট নগরী এখন অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে। পরিবার-পরিজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরে যাচ্ছে মানুষ। এই ফাঁকা নগরীতে যাতে কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে, এজন্য পুলিশ সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঈদ জামাতের নিরাপত্তায় পরিকল্পনা অনুসারে কাজ করবে পুলিশ। নগরীর প্রধান কয়েকটি ঈদ জামাতের স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। অন্যগুলোতেও চলছে নজরদারি। দেড় সহস্রাধিক পুলিশ সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2eMfR3m

September 02, 2017 at 12:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top