মুম্বাই, ০২ সেপ্টেম্বর- ভারতীয় অভিনেতা আমির খান বিহারে বন্যার্তদের জন্য ২৫ লাখ রুপি দান করেছেন। এর আগে আসাম ও গুজরাটের বন্যার্তদের জন্য একই পরিমান অর্থ দান করেছিলেন তিনি। ভারতের বিহারে বন্যা কবলিত ২১ জেলার ১ কোটি ৭০ লাখ মানুষ। এরমধ্যে দ্বারভাঙা জেলাতেই রয়েছে ২২ লাখ বন্যা কবলিত মানুষ। সেখানে বাড়ছে মৃতের সংখ্যা। এরইমধ্যে ৪১৫ জন প্রাণ হারিয়েছেন। বন্যাকবলিত এলাকাগুলোতে নেই বিদ্যুত সংযোগও। গত ১৫ দিন ধরে এসব এলাকায় বিদ্যুত নেই। আমির খান এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে তাদের জন্য দান করেছেন ২৫ লাখ রুপি। বিহারের মুখ্যমন্ত্রীর তহবিলে ২৫ লাখ রুপির একটি চেক তিনি কুরিয়ারে পাঠান, যা মুখ্যমন্ত্রীর দফতর থেকে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এর আগে আসাম ও গুজরাতের বানভাসি মানুষের পাশেও একইভাবে দাঁড়িয়েছেন আমির। নিজের ভক্তদের উদ্দেশ্যেও আর্জি জানিয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এক টুইট বার্তায় আমিরকে তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি লিখেন, আমির খান আপনাকে ধন্যবাদ, আসাম মুখ্যমন্ত্রীর তহবিলে ২৫ লাখ রুপি দান করার জন্য। সামনের দিনগুলোতে দ্বারভাঙার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছেন সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চন্দ্র শেখর। মুজাফফরনগর, সমস্তিপুরের মতো এলাকাগুলোতেও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আর/১২:১৪/০২ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iOMJNn
September 02, 2017 at 06:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন