খুলনা, ২১ সেপ্টেম্বর- দীর্ঘদিন পর জাতীয় লিগে সাদা পোশাকে ফিরেছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজেদের প্রথম ম্যাচ ইতোমধ্যে খেলেছেন তিনি। শোনা যাচ্ছে, দ্বিতীয় ম্যাচেও দেখা যাবে তাকে। লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আগামী শুক্রবার থেকে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলবে স্বাগতিক খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ। এ ম্যাচের জন্য খুলনা বিভাগীয় দলে দুটি পরিবর্তন এসেছে। দলের সাথে যোগ দিচ্ছেন বিসিবির হাই পারফরমেন্স দলের মেহেদী হাসান ও স্পিনার মঈনুল ইসলাম সোহেল। সম্প্রতি তারা হাই পারফরম্যান্স দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে যোগ দেয়ার জন্য দল থেকে চলে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া বাদ পড়েছেন অমিত মজুমদার। প্রথম রাউন্ডে খুলনার হয়ে খেলেছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাড়ে তিন বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা মাশরাফি খুলনার হয়ে দ্বিতীয় রাউন্ডেও খেলবেন। একদিন বিরতি দিয়ে বুধবার ফের অনুশীলনে নামছে খুলনা বিভাগ। বেলা ৩টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে। ম্যাচে অংশ নিতে বরিশাল বিভাগের ক্রিকেটাররা খুলনায় পৌঁছালেও আজ অনুশীলন করবে না। খুলনায় প্রথম রাউন্ডে স্বাগতিক দলের প্রতিপক্ষ ছিল রংপুর বিভাগ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ড্র হয়। খুলনার হয়ে এনামুল হক বিজয় ডাবল সেঞ্চুরি ও রবিউল ইসলাম সেঞ্চুরি করেন। মাঠে ফিরে মাশরাফি বিন মুর্তজা দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছেন। খুলনা বিভাগের ১৪ জনের দল: রবিউল ইসলাম রবি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মোঃ মিথুন, তুষার ইমরান, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান জনি (সহ অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, খান আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মঈনুল ইসলাম সোহেল, মাহমুদুল হক সেতু, আশিকুজ্জামান ও মোসাদ্দেক ইফতেখার রাহি। আরএস/১০:১৪/২১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fkio8J
September 21, 2017 at 04:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top