২৩ সেপ্টেম্বর ফয়জুন্নেছার ১১৪তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক ● নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১১৪ তম মৃত্যু বাষিকী ২৩ সেপ্টেম্বর। কুমিল্লার লাকসামের পশ্চিমগাঁওয়ে ১৮৩৪ সালে এ মহিয়সী নারীর জন্ম। মৃত্যু বরন করেন ১৯০৩ সালে। তার জীবনের ৬৯ বছরে তিনি তার জন্মস্থানসহ দেশ-বিদেশে অসংখ্য জনসেবামূলক প্রতিষ্ঠান স্থাপিত করেন এই মহিয়ষী। তার গড়ে দেয়া প্রতিষ্ঠান থেকে এখনও সাধারন মানুষ সেবা পেয়ে আসলেও ফয়জুন্নেছার নিজ বাড়ীটিই রয়ে গেছে অবহেলায়। এছাড়া এই মহিয়ষী নারীর জীবনীও প্রকাশ পায়নি সার্বজনীন ভাবে।

তৎকালীন হোমনাবাদ পরগণার জমিদার আহম্মদ আলী চৌধুরী ও আরফানুন্নেছা চৌধুরাণীর জেষ্ঠ্য কন্যা নবাব ফয়জুন্নেছা। পিতা মাতার মৃত্যুর পর জমিদারীর দায়িত্ব নিয়েই তাদের পরগনায় ১৪টি পুকুর, ১৪টি স্কুলসহ, মক্তব, মাদরাসা, ধাতব্য চিকিৎসালয় স্থাপন করেন এই নারী জমিদার।

১৮৭৩ সালে কুমিল্লায় মেয়েদের জন্য নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়টি স্থাপন করেন। এছাড়া ১৮৯৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠার সময়ও ফয়জুন্নেছা অনুদান দেন। কুমিল্লা সদর হাসপাতালে মহিলাদের জন্য আলাদা ওয়ার্ড স্থাপন করেন তিনি। শুধু দেশেই নয়, ভারতের পশ্চিম বঙ্গের কৃষ্ণনগরে স্কুল, সৌদিআরবে মুসাফিরখানা ও মাদরাসা স্থাপন করেন নবাব ফয়জুন্নেছা।

ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা- বান্ধব, মুসলমান বন্ধু, সুধাকর এর পৃষ্ঠপোষকতা করতেন সাহিত্যমনা ফয়জুন্নেছা। তার অমর সৃষ্টি রূপজালাল ১৮৭৬ সালে ঢাকা গিরিশ মুদ্রা যন্ত্র থেকে প্রকাশিত হত।

ফয়জুন্নেছার নানান হিতৈষী কাজে সন্তুষ্ট হয়ে বৃটেনের মহারানী তাকে নবাব উপাধিতে ভূষিত করেন। ২০০৩ সালে বাংলাদেশ সরকারের মরনোত্তর একুশে পদকে ভূষিত হন তিনি।

লাকসামের পৌরসভার প্যানেল মেয়র-২ কাউন্সিলর আবদুল আলিম দিদার বলেন, ধর্মভীরু বিচক্ষন এ নারী জমিদার পরিবারের সদস্য হয়েও পিছিয়ে পরা নারী মুক্তির জন্য শিক্ষাঙ্গন প্রতিষ্ঠানসহ করেছেন নানান সামাজিক কাজ। তারপরও নারী আন্দোলনের এই পথিকৃতের জীবনী এখনও অসম্পূর্ন নতুন প্রজন্মের কাছে। এছাড়া নবাব ফয়জুন্নেছার লাকসামের নিজ বাস ভবনটিও রয়েছে অবহেলায়।

কুমিল্লা ময়নামতি যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মোঃ হাফিজুর রহমান জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর মাধ্যমে ফয়জুন্নেছার নবাব বাড়ি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে সরকার।

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো মনিরুজ্জামান তালুকদার বলেন, কুমিল্লা জেলা প্রশাসন তার মৃত্যু বাষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হবে সেই সাথে বাড়ি সংরক্ষণের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

কুমিল্লাবাসীর দাবী ফয়জুন্নেছার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত ও ওই মহিয়ষী নারীর নামে কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় করাসহ অচিরেই তার স্মৃতিচিহ্ন গুলো সংরক্ষণ করা হোক।

The post ২৩ সেপ্টেম্বর ফয়জুন্নেছার ১১৪তম মৃত্যুবার্ষিকী appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2yibggG

September 22, 2017 at 06:44PM
22 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top