চেন্নাই, ১৮ সেপ্টেম্বর- সম্পর্কটা দানা বেঁধেছিল সেই ২০০৮ সালে, যখন চেন্নাই সুপার কিংসর ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন দক্ষিণের অভিনেত্রী রাই লক্ষ্মী। কার সঙ্গে সম্পর্ক? নাম তার এমএস ধোনি। হ্যাঁ, শোনা যায় ভারতীয় ক্রিকেট টিমের এই তারকার সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাই। আর এই রাই ফের একবার সংবাদের শিরোনামে তার সাম্প্রতিক বক্তব্যের জন্য। প্রায় এক দশক আগেই রাই-ধোনি সম্পর্কে ছেদ পড়ে। সে সময় যেন সকলেরই নজর ছিল এই খবরের দিকেই। দুজনের ডেটিং নিয়ে সংবাদ মাধ্যমে হইচই হলেও, শেষ পর্যন্ত তা আর টেকেনি। আর সেই এক্স ফ্লেম ধোনির বিষয়েই যখন বলা হয় রাইকে তখন তিনি বলেন, কে সে? অনেক আগের কথা, এবার এসব বন্ধ হওয়া প্রয়োজন। তার বিয়ে হয়েছে, সন্তান রয়েছে। অনেক কিছুই বাস্তবায়িত হয় না। তাই আমাদের এগিয়ে যাওয়া উচিত। রাই আরও জানান, তার এবং ধোনির বিয়ে নিয়েও অনেকে অনেক কথা বলেছিল এক সময়, তাই তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে বিশেষ একটা কথা বলতেন না। এখন একটু আধটু কথা বলেন, কিন্তু ধোনির বিষয়ে তিনি বিশেষ কথা বলতে চান না, কারণ তাকে শ্রদ্ধা করেন রাই। উল্লেখ্য, জুলি-২, যে ছবি নিয়ে কৌতূহল কমবেশি অনেকেরই, সেই ইরোটিক থ্রিলারেই অভিনয় করেছেন ধোনির এক্স-ফ্লেম রাই। আর/১৭:১৪/১৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xJQFWB
September 19, 2017 at 01:30AM
22 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top