পুলিশের বাধায় সিলেট-টেকনাফ অভিমুখে রোডমার্চ সমাপ্ত ঘোষণা

Road-march-stopবিশ্বনাথ ( সিলেট )  প্রতিনিধি :: রোহিঙ্গাদের উপর মায়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও সরকারের নির্যাতনের প্রতিবাদে সিলেট থেকে টেকনাফ অভিমুখে রোডমার্চ পুলিশি বাধার মুখে পড়ে সংগঠনের চেয়ারম্যান মওলানা শাহীনুর পাশা রোডসার্চ সমাপ্ত ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় পুলিশি বাধার মুখে পণ্ড হওয়া নিয়ে ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা’ সংগঠনের ব্যানারে টেকনাফ অভিমুখে রোড মার্চ ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বনাথের রশিদপুরে পৌঁছালে পুলিশ তাতে বাধা প্রদান করে।

তবে সংগঠনের ত্রাণের গাড়ি টেকনাফ যাওয়ার অনুমতি দিলেও রোডমার্চের আড়াইশ গাড়ির অনুমতি দেয়নি পুলিশ। এক পর্যায়ে রোডমার্চের আয়োজকদের পুলিশের সঙ্গে বাকবিতণ্ডও হয়।

এরআগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে টেকনাফ অভিমুখে বিশাল গাড়িবহর যাত্রা শুরু করে ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’ নামক সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, রোডমার্চ সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথ উপজেলার রশিদপুর পর্যন্ত যেতে দেওয়া হবে। সেখানে রোডমার্চ আটকানো হবে।

এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কেননা রোডমার্চ করার কোন অনুমতি নেই বলে জানান তিনি।

মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন হত্যার প্রতিবাদে বিশ্ব জনমত গড়ে তুলতে ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’ সংগঠনের উদ্যোগে খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী মোনাজাতের মাধ্যমে রোডমার্চের উদ্বোধন করেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2fCKvga

September 21, 2017 at 06:18PM
21 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top