মুক্তি পেল ‘পদ্মাবতী’র প্রথম পোস্টার, দীপিকার নতুন লুকে মুগ্ধ বলিউড

মুম্বই, ২১ সেপ্টেম্বরঃ মুক্তি পেল সঞ্জয় লীলা বনশালির ছবি ‘পদ্মাবতী’র প্রথম পোস্টার। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা দীপিকা পাডুকোন, রণবীর সিং এবং শাহিদ কপূর তিনজনেই তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন। মূখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। ছবিতে তাঁর লুক নিয়ে দীর্ঘদিন গোপনীয়তা বজায় রেখেছেন পরিচালক। নবরাত্রির আগেই তাঁর ফার্স্ট লুক প্রকাশ্যে আসায় ছবির চমক আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে রণবীর বা শাহিদ কাপূরকে ছবির পোস্টারে দেখা যায়নি।

রণবীর সিংকে এই ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে। ইনস্টাগ্রামে তিনিও ছবির প্রথম লুক শেয়ার করেন।

চিতোরের রাজার চরিত্রে দেখা যাবে শাহিদ কপূরকে। এই ছবির পোস্টার তিনিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। তবে ক্যাপশনে লেখেন ‘চিতোরের মহারানি, শৌর্য আর সৌন্দর্যের প্রতীক, রানি পদ্মাবতী’।

তাঁর চেনা লুকের বাইরে গিয়ে এই ছবিতে দীপিকা জোড়া ভুরুতে এক্কেবারে অন্যরকম। আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পদ্মাবতী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xpXv1R

September 21, 2017 at 06:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top