কলকাতা, ২১ সেপ্টেম্বর- রাজ্যে বিদেশি পর্যটক টানতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছায় আসন্ন অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হসপিটালিটি ম্যানেজমেন্টের ২০০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে রাজ্য সরকার। তারা অতিথি বন্ধু হিসেবে পরিচিত হবেন এবং বিদেশি পর্যটকদের শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখাবেন। খবর জি নিউজের। অক্টোবরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল। তাই নতুন সাজে সেজেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে শহর কলকাতায় অন্তত হাজার দশেক বিদেশি পর্যটকের সমাগম হবে বলে অনুমান রাজ্য সরকারের। এই সুযোগকেই এবার কাজে লাগাতে উদ্যোগী সরকারও। অচেনা জায়গায় এসে বাড়তি সাহায্য পেলে পর্যটক সংখ্যা বাড়বে বলেও আশাবাদী রাজ্য। খবরে বলা হয়, মুখ্যমন্ত্রীর একান্ত ইচ্ছেতেই তাই অতিথি বন্ধু নিয়োগ। হসপিটালিটি ম্যানেজমেন্টের ২০০ শিক্ষার্থীকে বিশেষ প্রশিক্ষণ দিল সরকার। বিদেশি পর্যটকদের বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাবেন তারা। অতিথি বন্ধুদের জ্যাকেট, রাইটিং প্যাড, পরিচয়পত্র দেবে রাজ্য সরকার। পারিশ্রমিক দেওয়ারও ভাবনা চিন্তা চলছে। বিদেশি কিংবা দেশি, যে পর্যটকেরা কলকাতায় আসবেন, সাহায্য নিতে পারেন অতিথি বন্ধুদের। রাজ্য সরকারের পর্যটন দফতরের সাইটে গিয়েই অতিথি বন্ধুদের সাহায্য চাওয়া যাবে। এ আর/১৭:৪৮/২১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ysgoQe
September 21, 2017 at 11:48PM
21 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top