মোবাইল কিনে প্রতারণার শিকার ধূপগুড়ির যুবক

ধূপগুড়ি, ৭ সেপ্টেম্বরঃ অনলাইনে মোবাইল কিনে প্রতারিত হলেন এক ব্যক্তি। ধূপগুড়ির সজনাপাড়া এলাকার ঘটনা। মোবাইলের বদলে কাঠের বাক্সে ভরা খবরের কাগজ পাঠানো হয়েছে নির্দিষ্ট ওই সংস্থার তরফে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুলেন্দ্র ঝা নামে ওই যুবক।

জানা গিয়েছে, প্রায় এক মাস আগে সুলেন্দ্র ঝার কাছে একটি নম্বর থেকে ফোন আসে। সেখানে বলা হয়, তার ফোন নম্বরটি একটি খেলায় জয়ী হয়েছে এবং তাকে মাত্র ৪৭৫০ টাকার বিনিময়ে একটি মোবাইল ফোন দেওয়া হবে। তাও আবার স্বনামধন্য এবং অত্যাধুনিক ফিচার সম্বলিত একটি দামী হ্যান্ডসেট। সেই মোতাবেক বুধবার দুপুরে ধুপগুড়ি পোস্ট অফিসে পার্সেলটি আসে। পার্সেলটির ওপর লেখা রয়েছে নয়া দিল্লির একটি ঠিকানা ও ফোন নম্বর, যেখান থেকে পার্সেলটি পাঠানো হয়েছে। ডাক কর্মীরা ক্যাশ অন ডেলিভারি স্কিমে থাকা পার্সেলটি সুলেন্দ্রর হাতে তুলে দেয়। পার্সেলটি খুলতেই চক্ষু চড়ক গাছ। প্রতারনার শিকার হয়েছেন বুঝতে পেরে সুলেন্দ্র সঙ্গে সঙ্গে ধূপগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে পূর্ণ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

ছবিঃ শুভাশিষ বসাক



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xe2YKt

September 07, 2017 at 09:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top