নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ এলাকা থেকে ৬০০সিসি’র চার সিলিন্ডারের চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের মৃত তমির আলীর বাড়ি থেকে YAMAHA, R-6 600 CC চোরাইকৃত মোটরসাইকেলসহ আব্দুর রহীমকে (৩২) আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মোটরসাইকেল কর ফাকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৭ লাখ টাকা। দেশে অননুমোদিত অতিরিক্ত সিসির মোটর সাইকেল যুক্তরাজ্য থেকে দেশে এনে বিক্রর উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা হয়েছে বলে স্বীকার করেছে আটককৃত আব্দুর রহীম।
আটককৃত আব্দুর রহীম সরকারী আয়কর ফাঁকি দিয়ে বাংলাদেশে অননুমোদিত মোটরসাইকেল চোরাচালানের মাধ্যমে দেশে এনে সিলেট জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। উক্ত মোটরসাইকেল ও গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2j5NrG6
September 07, 2017 at 09:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন