ঢাকা, ১৬ সেপ্টেম্বর- না বুঝে মডেলিং আর সিনেমার জগতে পা বাড়িয়ে ছিলেন চিত্রনায়িকা থেকে পুরোদমে ধার্মিক বনে যাওয়া বিতর্কিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। আর এবার অন্য নায়িকাদেরও এই পথ থেকে সরে আসার আহ্বান জানালেন হ্যাপী। ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরে আসেন মডেল ও অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপী। এরপর মিউজিক ভিডিও থেকে শুরু করে সিনেমায় অভিনয় ও আইটেম গানে পর্যন্ত নেচেছেন তিনি। কিন্তু হঠাৎ ধর্মের প্রতি মনোযোগি হয়ে সবকিছু ছেড়ে বিয়েও করেন এক ধার্মিককে। এখন তার জীবন চলে ধর্মীয় রীতিনীতি মেনে। আর একারণে এবার সিনেমাপাড়ার নায়িকাদেরকেও এই পথ ছেড়ে ধর্মের পথে আসার আহ্বান জানান তিনি। শুক্রবার নিজের ফেসবুকে হ্যাপী লিখেন, বেশিরভাগ নায়িকা, গায়িকাদের শেষ বয়সের পরিণতি অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না টাইপ শিরোনামে নিউজ! এছাড়া নায়িকা গায়িকারা অর্থের অভাব থাকুক বা না থাকুক তাদের জন্য পারিশ্রমিক হিসাবে জাহান্নাম তো থাকছেই (তওবা না করলে)! এরা এতো বোকা কেন হয়! এরা কি বোঝেনা তাদের রূপ যৌবনকে পুঁজি করে ব্যবসা চলে, রমরমা ব্যবসা! কাজ শেষ তো, থুথুর মত ফেলে দেয়! অথচ আজকের নায়িকা-গায়িকারা গর্ব করে দুনিয়া কাঁপাচ্ছে। কাল কি হবে, কোনো হুঁশ আছে? সিনেমাপাড়ার নোংরামির কথা তুলে ধরে নাজনিন আক্তার হ্যাপী বলেন, সিনেমাপাড়ায়,মিডিয়াপাড়ায় ক্যামেরার সামনে-পেছনে কতরকম নোংরামি চলে তা তো সবার কম বেশি জানা। আজকের এই রূপ কয়দিন?এই রূপ দিয়ে কোটি কোটি পুরুষের রাতের ঘুম হারাম করাই শুধু সম্ভব, একজন জান্নাতি জন্ম দেওয়া সম্ভব নয়! আমিও ছিলাম তোমাদের কাতারে! রূপ-যৌবন তোমাদের চেয়ে কম ছিল না। জান্নাত পাবো কিনা জানিনা। তবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার এই জঘন্য অন্ধকার পথ থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ! এখন তাই আশা করার সাহস করি, হয়ত আল্লাহ জাহান্নাম থেকে হেফাযত করবেন! সবাইকে ধর্মের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে হ্যাপী ফেসবুকে আরো বলেন, যারা তোমরা মিডিয়া-ফিল্ম নিয়ে পড়ে আছো, তোমরা স্বীকার করো বা না করো, এটা যে কত নোংরাজগত তা তোমরা ভালমতই জানো। এখনো সময় আছে, ফিরে আসার! অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ! আর/১৭:১৪/১৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wx81AJ
September 17, 2017 at 12:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top