কুমিল্লায় দুই ছাত্রলীগ কর্মী মাদকসহ আটক

নিজস্ব প্রতিবেদক ● স্বঘোষিত ছাত্রলীগ নেতা বাছির খানের দুই বিশ্বস্ত ছাত্রলীগ কর্মী জিয়াউল ও পলাশকে ৪৬ বোতল ভারতীয় মাদক ও মদসহ আটক করেছে বুড়িচং থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, বুড়িচং থানা পুলিশের এস আই ইমাম ও এস আই ইকতার সহ সংঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলা পরিষদ এলাকার মাদরাসা রোডে মোটর সাইকেলে দুই আরোহীকে তল্লাশী করে এই মাদকদ্রব্য উদ্ধার করে।

আটককৃতরা সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে আসছিল। খবর নিয়ে জানা গেছে এই দুই ছাত্রনেতা ছাত্রলীগের নাম ভাংঙ্গিয়ে ও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

The post কুমিল্লায় দুই ছাত্রলীগ কর্মী মাদকসহ আটক appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xHRUml

September 29, 2017 at 06:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top