নাঙ্গলকোটে শিক্ষার্থীদের উদ্যোগে মাদক ও বাল্যবিয়ে বিরোধী মানববন্ধন

মাসুদ আলম ● নাঙ্গলকোটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে বাল্যবিবাহ,যৌতুক ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাঙ্গলকোটের মন্তলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রায়কোট ইউনিয়ন(উসারু) এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ আইয়ুব, রায়কোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, উসারুর সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি মামুন, সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মজুমদার, সংগঠনের বর্তমান সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মানববন্ধনের আগে সংগঠনটির উদ্যোগে মন্তলী স্কুল এন্ড কলেজে প্রাথমিক ও জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ অনুষ্ঠিত হয়। এতে রায়কোট ইউনিয়নের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

উল্লেখ্য-রায়কোট ইউনিয়নের বাসিন্দা যেসব শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাদের নিয়ে ২০০৮সালে গঠিত হয় ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রায়কোট ইউনিয়ন(উসারু)। সংগঠনটি এলাকার শিক্ষার উন্নয়নসহ বাল্যবিবাহ,যৌতুক ও মাদক বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

The post নাঙ্গলকোটে শিক্ষার্থীদের উদ্যোগে মাদক ও বাল্যবিয়ে বিরোধী মানববন্ধন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2yLMyqf

September 29, 2017 at 06:42PM
29 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top