কলকাতা, ২ সেপ্টেম্বরঃ সরকারি স্কুলে প্রাথমিক স্তর হবে ইংরেজি মাধ্যম। আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রাথমিকভাবে কলকাতার স্কুলগুলি থেকে এই উদ্যোগ শুরু করবে স্কুল শিক্ষা দফতর।
বহুদিন ধরেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের পঠনপাঠনের মান নিয়ে প্রশ্ন উঠছিল। এর জন্য প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দেওয়াকে দায়ী করেন অনেকে। তাই প্রাথমিক স্তর থেকেই ইংরেজি মাধ্যমে পঠনপাঠনের পরিকল্পনা নিল সরকার।
এই ভাবনার পেছনে কাজ করছে সরকারি স্কুলের বেহাল দশা এবং বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একচেটিয়া বাজারদখল। একথা স্বীকার করে নিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, বাম আমলেই সিলেবাস থেকে কার্যত উঠে গিয়েছিল ইংরেজি।
এক সময় হেয়ার, হিন্দু, বেথুনের মতোই সরকারি স্কুলে পড়া ছিল অন্যন্ত আকর্ষণীয়। এই ইতিহাসকেই ফিরিয়ে আনতে অর্থাৎ শিক্ষাব্যবস্থার মান উন্নত করতেই বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম চালুর ভাবনা রাজ্য সরকারের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vTihTv
September 02, 2017 at 07:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন