সুরমা টাইমস ডেস্ক:: বরাবরের মতো এবারোও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের অন্যতম সর্ববৃহৎ ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
এতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস ও পুলিশ সুপার আনোয়ার হোসেন খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিকবিদসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ জামাতে অংশগ্রহণ নেন।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এ ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত আদায় করেন।
এ জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কিশোরগঞ্জ শহরের মার্কায মসজিদের ইমাম মাওলানা মুফতি হিফজুর রহমান খান।
নামাজ শেষে মিয়ানমারে গণহত্যা থেকে রোহিঙ্গাদের রক্ষা ও তাদের হেফাজত করা সহ মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
ঈদ মোনাজাতে রোহিঙ্গাদের দুরবস্থা, তাদের মানবেতর জীবনযাপন এবং অনেক রোহিঙ্গাদের মৃত্যু হয়েছে উল্লেখ করে তাদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নিহত রোহিঙ্গাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদী তীরে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরনো এ ঈদগাহ ময়দানে এবার ১৯০ তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
তবে এবার ঈদুল আযহাকে কেন্দ্র করে চার স্তরের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তিন প্লাটুন বিজিবিসহ র্যাব, পুলিশ, আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে মাঠে ঢুকতে দেওয়া হয় মুসল্লিদের।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ জুলাই অনুষ্ঠিত ১৮৯তম ঈদুল ফিতরের নামাজের আগে শোলাকিয়া ঈদগাহ ময়দানের অন্যতম প্রবেশপথ সবুজবাগ এলাকার নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলার ঘটনায় ২ পুলিশ, এক প্রতিবেশী নারী ও এক জঙ্গি নিহত হয়। পুলিশ ও মুসল্লিসহ আহত হন ১৪ ব্যক্তি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2esSnzQ
September 02, 2017 at 07:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন