নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে লাখো মুুসল্লির ঈদের নামাজ আদায়

সুরমা টাইমস ডেস্ক:: প্রাচীনতম ঈদগাহ হিসেবে পরিচিত সিলেটের শাহী ঈদগাহে লাখো মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে জামাতে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাতীয় পার্টির হুইপ সেলিম উদ্দিন, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেনসহ সিলেটের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কালাম।

টিলায় সবুজে আচ্ছাদিত পরিবেশে শাহী ঈদগাহে ঈদের নামাজে জমায়েত মানুষের সারি পার্শ্ববর্তী কয়েকটি রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে।

সপ্তদশ শতাব্দীতে নির্মিত প্রাচীন ঐতিহ্যের নিদর্শন শাহী ঈদগাহে এবারে ঈদের জামাতে সিলেটের বিভিন্নস্থান থেকে হাজার হাজার মানুষ জড়ো হন।

এছাড়া দরগাহ হযরত শাহজালাল (রহঃ) জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৮ টায় ও হযরত শাহপরান (রহ.) মাজারের মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ।

কুদরত উল্লাহ জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে।

সিলেট কালেক্টরেট মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়।

এছাড়াও সিলেট নগরীর বিভিন্ন স্থানে মসজিদ গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vSXSOE

September 02, 2017 at 07:04PM
02 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top