কলকাতা, ২১ সেপ্টেম্বরঃ আইএসএলের আগেই সম্ভবত আই লিগ শুরু হতে চলেছে এবার। নভেম্বরের প্রথম সপ্তাহ, সম্ভবত ৪ তারিখ থেকে লিগ শুরু করার ভাবনা রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। আইএসএলে দেখা গিয়েছে কেরলের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা। সম্ভবত সেই কারনেই আই লিগেও এবার মালয়ালি ক্লাব গোকুলম এফসিকে নেওয়ার সিদ্ধান্ত নিল ফেডারেশন। সূত্রের খবর, কেরলের মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই দলটি তৈরী হয়েছে। কালিকট কর্পোরেশন স্টেডিয়ামকেই এই দলটি তাদের হোম গ্রাউন্ড হিসাবে বেছে নিয়েছে। এআইএফএফ সচিব কুশল দাস শুভেচ্ছা জানিয়ে গোকুলম এফসি-কে । তিনি আরো বলেন ২০১৭-১৮ মরশুমে আই লিগে এই দলটিকে খেলাতে পেরে কেরলের ফুটবলের উন্মাদনা আরো ছড়িয়ে দিতে পারবো।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xkE8pl
September 21, 2017 at 05:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন