জাপান ওপেনে বিদায় সাইনা-সিন্ধুর, কোয়ার্টার ফাইনালে প্রণয়-শ্রীকান্ত

টোকিও, ২১ সেপ্টেম্বরঃ জাপান ওপেনে হাই ভোল্টেজ ম্যাচে সাইনা নেহওয়াল হেরে গেলেন ক্যারোলিনা মারিন এর কাছে। খেলার শুরু থেকেই সাইনা দাঁড়াতে পারল না স্পেনের এই তারকা শাটলারের কাছে। মাত্র ২ সেটেই হার স্বীকার করল সাইনা। খেলার ফল মারিনের পক্ষে ২১-১৬, ২১-১৩।

অন্যদিকে, আরেকটি বড় ম্যাচেও অঘটন ঘটল আজ। কিছুদিন আগেই কোরিয়া ওপেন জেতা সিন্ধু হেরে বসলেন নোজোমি ওকুহারার কাছে। খেলার ফল ওকুহারার পক্ষে ২১-১৮, ২১-৮।

জাপান ওপেনে মেয়েরা হেরে গেলেও ছেলেদের বিভাগে আশা জিয়ে রাখলেন প্রণয় এবং শ্রীকান্ত। সহজ জয়ে তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। প্রণয় তার চিনা তাইপের প্রতিপক্ষ সু জেন হাও-কে ১ ঘন্টার লড়াইয়ের পরে ২১-১৬, ২৩-২১ সেটে হারিয়ে দেয়। অন্যদিকে শ্রীকান্ত তার হংকংয়ের প্রতিপক্ষ হু ইয়ানকে অনায়াসে ২১-১২, ২১-১১ সেটে হারিয়ে দেয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jPApx9

September 21, 2017 at 05:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top