কলকাতা, ২৯ সেপ্টেম্বরঃ ফুটবল বিশ্বকাপ আর মাত্র সাত দিনের অপেক্ষা। শহরে থেকে শহরতলিতে সাজো সাজো রব। ৮ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণের সবুজ ঘাসে গড়াবে বিশ্বকাপের বল।
৬ অক্টোবর বিশ্বকাপের প্রথম দিন, দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে রাত ৮টা থেকে শুরু ম্যাচ। এ গ্রুপের লড়াইয়ে আয়োজক ভারতের সঙ্গে লড়াই মার্কিন যুক্তরাষ্ট্রের। ৯ অক্টোবর দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারত লড়বে কলম্বিয়ার বিরুদ্ধে। ১২ অক্টোবর, রাজধানী দিল্লিতে ঘানার বিরুদ্ধে লড়বে ভারত।
৮ অক্টোবর কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গণে বিকেল ৫টায় লড়াই ইংল্যান্ড বনাম চিলির। এরপর রাত ৮টায় মুখোমুখি ইরাক ও মেক্সিকো। ১১ অক্টোবর যুবভারতী মাতাবে ইংল্যান্ড -মেক্সিকো, ম্যাচের সময় বিকেল ৫টা। ৮টায় লড়াই ইরাক-চিলির মধ্যে। ১৪ অক্টোবর বিকেল ৫টায় জাপান বনাম ক্যালেডোনিয়া ম্যাচ। একই দিনে রাত ৮টায় ইংল্যান্ড বনাম ইরাক।
এছাড়া, ফাইনাল, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ, একটি কোয়ার্টার ফাইনাল ও শেষ ষোলোর একটি ম্যাচ রয়েছে যুবভারতীতে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xHqbSN
September 29, 2017 at 02:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন