কপিল দেবের বায়োপিকে রণবির সিংহ

মুম্বই, ২৫ সেপ্টেম্বরঃ ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেব। দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক। এবার তাঁর বায়োপিক রূপলি পর্দায় দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা। ছবিতে কপিলের ভূমিকায় রণবীর সিংহকে দেখা যাবে বলে বলিউড মহলের খবর।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ১৯৮৩-র বিশ্বকাপ জয়কে কেন্দ্র করে তৈরি হবে ছবিটি। প্রথমে এই চরিত্রে অর্জুন কপূরের নাম ভাবা হলেও পরে নাকি তা বাতিল হয়ে যায়। ছবির প্রযোজক বিষ্ণু ভাণ্ডারী জানিয়েছেন, রণবীরকে এই ছবিতে কপিলের চরিত্রে দেখা যাবে। পরিচালকের চেয়ারে থাকছেন কবীর খান। হিন্দির পাশাপাশি ছবিটির তেলুগু ও তামিল সংস্করণও করা হবে বলে খবর।

এর আগেও মহম্মদ আজহারউদ্দিন, এমএস ধোনি, মেরি কম এবং মিলখা সিংহের মত খেলোয়াড়ের আত্মজীবনীও পর্দায় ফুটে উঠেছে। আপাতত সাইনা নেহওয়ালের বায়োপিকের কাজ চলছে। সেখানে অভিনয় করছেন শ্রদ্ধা কপূর। এর মাঝেই কপিলের বায়োপিক তৈরির খবরে খুশির হাওয়া অনুরাগীদের মধ্যে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wOVUUD

September 25, 2017 at 09:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top