নগরীতে ফের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক : সিলেটের টিলাগড় এলাকার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সোমবার বিকেল পৌনে ৬টার দিকে সিলেট ইঞ্জিনিংয়ারিং কলেজের ফটকের সম্মুখে এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগের কোন দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সিলেট মহানগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সন্ধ্যার দিকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hrWKjt

September 25, 2017 at 09:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top