সুখবর! ন্যূনতম ব্যালেন্স কমাল এসবিআই, ছাড় প্রবীণদেরও

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বরঃ দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই এবার সেভিংস অ্যাকাউন্টের জন্য মিনিমাম মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স (এমএবি) কমাল। মেট্রো শহরে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ৫০০০ থেকে কমিয়ে ৩০০০ টাকা করা হয়েছে।

নতুন এই নিয়ম লাগু হচ্ছে ১ অক্টোবর থেকেই। মেট্রো এবং আরবান সেক্টরগুলোকেও এই একই ক্যটেগরিতে রাখার কথা ভাবা হচ্ছে। মেট্রো সেন্টারেও এমএবি কমিয়ে ৩০০০ এ করা হয়েছে।  আরবান, সেমি আরবান এবং গ্রামীণ সেন্টারগুলিতে ন্যূনতম ব্যালেন্স ৩০০০ টাকা থেকে কমিয়ে ২০০০ এবং ১০০০এ নামিয়ে আ না হয়েছে।

এসবিআই আরও জানিয়েছে, প্রবীণ নাগরিক এবং পেনশনভোগীরা যদি ন্যূনতম ব্যালেন্স নাও রাখতে পারেন তবে আলাদা কোনো চার্জ কাটবে না এসবিআই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fLr8By

September 25, 2017 at 09:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top