মুম্বাই, ২৬ সেপ্টেম্বর- রবীন্দ্র জাদেজা মাঠের বাইরে বেশ বিতর্ক তোলেন মাঝেমাঝে। বোঝা যায় না, এসব জেনেশুনে করেন নাকি হয়ে যায়! এখন তো বিশ্বের দুই নম্বর টেস্ট বোলার। বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বর অল রাউন্ডারও। কিছুদিন আগে ১ নম্বর হয়ে গিয়েছিলেন। তার এতো ভিন্ন কায়দায় আলোচনায় আসার কি আছে! ইনস্ট্রাগামে মুখ থেকে ধোঁয়া বের করা এক ছবি এবার ভারতীয় সুপারস্টারের বিতর্কে আসার কারণ। এর সাথে পুলিশ শব্দটা যোগ করে আরো গুলিয়ে ফেলেছেন সব! অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে তাকে দলে রাখা হয়নি। তবে খেলার বাইরে যে খুব দুর্দান্ত সময় কাটছে জাদেজার তাই বোঝাতে চাইছিলেন বুঝি। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন একটা ছবি দিয়েছেন যাতে মুখ থেকে ধোঁয়া বেরুচ্ছে। একটা হাত মুঠো করে মুখের সামনে রাখা। অভিজ্ঞ মাত্রই বুঝতে পারবেন সিগারেট না হলেও ই-সিগারেট ওই ধোঁয়ার কারণ। ছবিটার ক্যাপশানে জাদেজা লিখেছেন, গেলো রাতে অসাধারণ নাইট আউট হলো, অন্তত আমার পুলিশ রিপোর্ট তাই বলে। রাজপুত বয় এই ছবির হ্যাশ ট্যাগ। তুমুল আলোচনা এখন এই ছবি নিয়ে। অবশ্য অনুমানের ওপর ভর করেই এগুচ্ছে সব আলোচনা। অনেকের ধারণা, নাইট আউট করতে গিয়ে পুলিশের সাথে কোনো ভাবে জড়িয়ে গিয়েছিলেন জাদেজা। হয়তো গ্রেপ্তার হয়েছিলেন। তবে ভারতীয় মিডিয়ায় জাদেজার অ্যারেস্ট হওয়ার কোনো খবর নেই। তার মানে কি? জাদেজা কি কথার খেলায় মেতেছেন? পাবলিক ফিগার তিনি। এভাবে প্রকাশ্যে মুখ থেকে ধোঁয়া তোলা ছবি পোস্ট করাও তো বিতর্কের শুরু করতে যথেষ্ট। কেউ কেউ ভাবছেন, হয়তো সীমিত ওভারের ক্রিকেটে তার প্রয়োজনীয়তা কমছে দেখে জাদেজা মাথা ঠিক রাখতে পারছেন না। তাই এভাবে ভিন্ন কায়দায় ক্ষোভ বা কষ্টের প্রকাশ ঘটিয়ে ফেলেছেন! আর/১৭:১৪/২৬ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wSvYHE
September 27, 2017 at 12:04AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন