চণ্ডীগড়, ১৭ সেপ্টেম্বরঃ গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হওয়ার পর গত ২৫ আগস্ট পঞ্চকুলায় যে হিংসার তাণ্ডব চলেছিল, তার প্রেক্ষিতেই হারিয়ানা পুলিশ আরও দুই ডেরা কর্মীকে গ্রেফতার করেছে। তবে এখনও অধরা রয়েছে ডেরা প্রধানের পালিত কন্যা হানিপ্রীত। এরমধ্যেই হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) রবিবার রাজস্থানের উদয়পুর থেকে পাকড়াও করল ডেরা কর্মী প্রদীপ গয়াল ইনসানকে। এদিনই মোহালি থেকে ধরা পড়েছে আরও এক ডেরা কর্মী প্রকাশ ওরফে ভিকি।
পঞ্চকুলার ডেপুটি কমিশনার মানবীর সিং জানিয়েছেন, গতকাল পিঞ্জর থেকে ধরা হয় বিজয়কে। পঞ্চকুলায় যে হিংসা কাণ্ড চালানো হয়েছিল, সেবিষয়ে তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হানিপ্রীত নেপালে পালিয়ে গিয়েছেন বলে মিডিয়া রিপোর্টে যে দাবি করা হয়েছে সেবিষয়ে ডেপুটি কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই খবরে কোনো সত্যতা নেই। খবরটি ভিত্তিহীন।’
হানিপ্রীতের সন্ধানে এর আগে উত্তরপ্রদেশ নেপাল সীমান্তের লখিমপুর খেরিতে গিয়েছিল এসআইটি। কিন্তু তারা খালি হাতেই ফেরে। নেপাল সীমান্ত লাগোয়া থানাগুলিতে হানিপ্রীতের ছবি সাঁটিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে রাম রহিম সিংয়ের ২০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fs3c66
September 17, 2017 at 10:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন