গাঁজাসহ দক্ষিণ সুরমা থেকে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের ভার্থখলা এলাকা থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।আটককৃত আয়াত আলী (২৬) বিশ্বনাথ উপজেলার হরিকলস গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ।

রোববার সকাল সাড়ে ৯ টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা কিন ব্রিজ সংলগ্ন সুইপার কলোনির পার্শ্বে শফিক মিয়ার কলোনির পিছন থেকে আটক করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, মহানগর ডিবি পুলিশের এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান চালায়। অভিযানকালে প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ধৃত ব্যক্তি তার বসতঘরকে মাদক মজুদ রাখার স্থান হিসেবে ব্যবহার করে সিলেট শহরের বিভিন্ন মাদকসেবীদের নিকট খুচরা মূল্যে মাদক সরবরাহ করতো। আয়াত আলী ইতিপূর্বে আরও ২/৩ বার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছে।

এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2x99vTT

September 17, 2017 at 10:20PM
17 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top