নিজস্ব প্রতিনিধি : ছাতকের সুরমা নদীতে থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ২৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের শরীর ফুলে পঁঁচন ধরেছে।
বুধবার দুপুরে শহরের মধ্যবাজারের তপন সুইটমিটের পেছনে নদীর তীরে স্থানীয় লোকজন ভাসমান যুবকের লাশ দেখে থানায় খবর দেন। নদীর তীরে এলাকার শত শত উৎসুক জনতার ভীড় করলেও কেউ পরিচয় সনাক্ত করতে পারেননি।
পরে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। পুলিশের সুরতহাল রিপোর্টে অনুযায়ী নিহত ওই যুবকের শরীরে একটি সেন্ডোগেঞ্জি ও শর্টপ্যান্ট পরনে ছিলো। পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, ওই যুবককে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়া হয়েছে।
থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান- বিষয়টি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2f5QgpJ
September 13, 2017 at 11:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.