ব্রিটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকের শীর্ষ নেতৃবৃন্দ অবিলম্বে মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা জনগণের উপর গণহত্যা বন্ধ, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা রিফিউজিদেরকে পূর্ণ নাগরিক মর্যাদায় ফিরিয়ে নেয়ার জন্য মায়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) বাংলাদেশী মুসলিমস ইউকের মজলিসে কিয়াদতের সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় আগামী শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) বাদ জুমা লন্ডনস্থ আলতাব আলী পার্কে বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়।
মাওলানা শায়খ জমশেদ আলীর সভাপতিত্বে ও মাওলানা আবদুল হাই খানের পরিচালনায় এতে শীর্ষ নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন- ইস্ট লন্ডন মসজিদের খতিব শায়খ আবদুল কাইয়ুম, আলহুদা মসজিদের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, কিয়াদতের অন্যতম সদস্য মাওলানা একেএম সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও ভয়েস ফর জাস্টিজের সেক্রেটারি কে.এম আবু তাহের, ইস্ট লন্ডন মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল হোসেন খান, বায়তুল মামুর মসজিদের খতিব হাফিজ মাওলানা আবদুল কাদির, মজলিসে আমেলার সদস্য মাওলানা আব্দুল মুনি চৌধুরী, বাংলাদেশী মুসলিমস ইউকের প্রচার সচিব মাওলানা তায়ীদুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wqdA3T
September 13, 2017 at 11:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন