ঢাকা, ০৮ সেপ্টেম্বর- দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম সাধারণত ব্যাট করে থাকেন চার নম্বরে। তবে সম্প্রতি দেখা গেছে এর ব্যতিক্রম। বিশেষ করে চট্টগ্রাম টেস্টে মুশফিক চারে ব্যাট করতে না নামায় এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। চারে মুশফিক কেন খেলেননি, এই ব্যাখ্যা বাংলাদেশ অধিনায়ক দিয়েছিলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই। মুশফিক জানান, একইসাথে উইকেটরক্ষক ও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে হয় বলে চার নম্বরে ব্যাট করতে নামা কঠিন হয়ে ওঠে তার জন্য। সেই সাথে তার দাবি, টিম ম্যানেজমেন্টের নির্দেশনায়ই চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে ক্রিজে নেমেছিলেন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বস নাজমুল হাসান পাপন শুনালেন অন্য কথা। তিনি জানালেন চট্টগ্রাম টেস্টে মুশফিককে চারে খেলতে বলা হয়েছিল কিন্তু মুশফিক সে কথা শোনেনি! দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বাংলাদেশের ফিল্ডিংয়ে আরও উন্নতির ব্যাপারে কথা বলেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো কিছু করার ব্যাপারেও কাজ করার বিষয়ে কথা বলেন তিনি। এদিকে এমন অভিযোগের তীর মুশফিকের দিকে থাকলেও তাৎক্ষণিক মুশফিকের কোন প্রতিক্রিয়া জানা যায়নি। আর/১০:১৪/০৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xbQemN
September 09, 2017 at 04:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top