শহরের আজাইপুর এলাকা থেকে মেডিক্যাল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপ্রু আবু রাজপাড়া গ্রাম থেকে শনিবার পুলিশ দিলারা খাতুন (২০) নামের এক মেডিক্যাল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। দিলারা আজাইপুর আবু রাজপাড়া গ্রামের এমরান হোসেনের মেয়ে ও রাজশাহী শাহমখদুম বেসরকারী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিার্থী শিক্ষার্থী ছিল।

নিহতের বড় ভাই ইউসুফ আলী জানান, কয়েকদিন আগে ছুটি কাটাতে বাড়ীতে আসে দিলারা খাতুন। শনিবার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না প্যাচানো মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
দিলারার পারিবারিক সূত্র জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় সে সন্তোষজনক ফলাফল করতে পারেনি।
সদর মডেল থানার ওসি সাবের রেজা আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/৩০-০৯-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2xJAXYw

September 30, 2017 at 09:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top