কলকাতা, ২৯ সেপ্টেম্বর- প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও তাঁকে কিছুতেই পিছু ছাড়ছে না রাজনীতি। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। তিনি সাংসদ কুণাল ঘোষ। নবমীর বিকেলে কুণালের বাড়িতেই চলে দীর্ঘক্ষণের সেই রুদ্ধদার বৈঠক। এদিন তৃণমূল কংগ্রেসের বিতর্কিত সাংসদ কুণালের পাড়ার পুজোর একটি অনুষ্ঠানে হাজির ছিলেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কুণাল ঘোষের বাড়িতে অনেকটা সময় কাটান অশোক বাবু। তখনই হয়েছে দীর্ঘক্ষণের আলাপচারিতা। গত চতুর্থীর দিন এই কুণাল ঘোষের পাড়া রামমোহন সম্মিলনীর পুজো উদ্বোধন করতে এসেই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুকুল রায়। পরদিনেই তাঁর ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনে বদলে গিয়েছে রাজ্য রাজনীতির সমীকরণ। দিন চারেকের ব্যবধানে আবার সেই পুজো কমিটির অনুষ্ঠানে এসে এবং কুণাল ঘোষের সঙ্গে রুদ্ধদার বৈঠক করে জল্পনা বাড়িয়ে দিলেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়। গত চতুর্থীর দিন এই কুণাল ঘোষের পাড়া রামমোহন সম্মিলনীর পুজো উদ্বোধন করতে এসেই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুকুল রায়। পরদিনেই তাঁর ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনে বদলে গিয়েছে রাজ্য রাজনীতির সমীকরণ। দিন চারেকের ব্যবধানে আবার সেই পুজো কমিটির অনুষ্ঠানে এসে এবং কুণাল ঘোষের সঙ্গে রুদ্ধদার বৈঠক করে জল্পনা বাড়িয়ে দিলেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়। এআর/২২:০৫/২৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x2usxU
September 30, 2017 at 04:04AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন