কুমিল্লার হয়ে চমক দেখানোর অপেক্ষায় মিরাজ

নিজস্ব প্রতিবেদক ● আন্তর্জাতিক ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের অভিষেক প্রায় ১১ মাস আগে। অথচ এরই মধ্যে ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়ে হয়েছেন জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটার। একদিক দিয়ে নিজের চেয়ে অনেক অভিজ্ঞ খেলোয়াড়কে পেছনে ফেলে দিলেন তিনি। সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলেছেন এই তরুণ। এখন বিপিএলে তার চমক দেখানোর অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এ জয়ের নেপথ্যে তরুণ টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের অবদানও কম নয়। এর আগে ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খোলেন মিরাজ। অভিষেকের পর থেকে ইতিমধ্যেই তুলে নিয়েছেন ৪০ উইকেট, তাও আবার মাত্র ৮ টেস্টে! বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রথম ৮ ম্যাচে এতো ভালো বোলিংয়ের রেকর্ড নেই।

এর আগে গেল বছর তরুণ এই অলরাউন্ডার ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চমক দেখিয়ে দেশ-বিদেশের সংবাদমাধ্যমে আলোচনায় আসা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে ১৯টি উইকেট নিয়ে এই অফ স্পিনার হন ম্যান অব দ্য সিরিজ। তার কৃতিত্বেই দ্বিতীয় টেস্ট জয় পায় বাংলাদেশ, ১-১ সমতায় শেষ হয় টেস্ট সিরিজ। ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতেও নিয়মিত হতে চান মিরাজ।

বিপিএলের পঞ্চম আসরে তাই মেহেদী হাসান মিরাজকে নিয়ে আগ্রহ ছিল টুর্নামেন্টের সাত দলেরই। তবে কপাল ভালো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা কিনে নেয় মিরাজকে।

গত শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরু হয়। ড্রাফটের শুরুতেই মুস্তাফিজকে কিনে নেয় রাজশাহী কিংস। এরপর প্রথম রাউন্ডে বাকি ছয়টি দলও একজন করে দেশি খেলোয়াড়কে স্কোয়াডে ভেড়ায়। ড্রাফটে দেশি খেলোয়াড়দের নিয়ে চারটি এবং বিদেশি খেলোয়াড়দের নিয়ে দুটি রাউন্ড অনুষ্ঠিত হয়।

স্থানীয় ১৩৬ আর বিদেশি ২০৮ ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরু হয়। টুর্নামেন্টের সাতটি দল আগেই নিজেদের দল গোছানোর কাজ প্রায় ৬০ ভাগ সম্পন্ন করেছে।

প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে দল সাজানোর বাকি কাজ সেরে ফেলেছে ফ্র্যাঞ্জাইজিগুলো।

আগামী ৩ নভেম্বর শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। গত আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা। এর আগে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় আসরেও শিরোপা জয় করে ঢাকা। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাশরাফির অধীনে শিরোপা ঘরে তোলে।

The post কুমিল্লার হয়ে চমক দেখানোর অপেক্ষায় মিরাজ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2wBSeRd

September 19, 2017 at 12:05AM
19 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top