মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনবে বাংলাদেশ

সুরমা টাইমস ডেস্ক : দেশে অব্যাহতভাবে চালের মূল্যবৃদ্ধির মধ্যে মিয়ানমারের কাছ থেকে এক লাখ টন আতপ চাল কিনতে যাচ্ছে বাংলাদেশ। প্রতি টনের দাম পড়বে ৪৪২ ডলার। তিন মাসের মধ্যে এই চাল আমদানি হবে।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ে মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

চাল আমদানির বিষয়ে চুক্তি হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। দুই দেশের ক্রয়সংক্রান্ত কমিটি চাল ক্রয়ের এই সমঝোতার বিষয়টি অনুমোদন করলে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল ক্রয়ের আগ্রহ দেখানো হলেও মিয়ানমারের পক্ষ থেকে ওই চালের দাম বাজারমূল্যের চেয়ে বেশি চাওয়া হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ আতপ চাল কেনার ব্যাপারে রাজি হয়।

বাংলাদেশর পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কায়কোবাদ। মিয়ানমারের পক্ষে আলোচনায় ছিলেন রাইস ফেডারেশনের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৭ই সেপ্টেম্বর খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্ব একটি প্রতিনিধিদল মিয়ানমার যায়। সেখানে কথা হয়, মিয়ানমারের একটি দল বাংলাদেশে আসবে। তখন চাল আমদানির ব্যাপারে আলোচনা হবে। আলোচনা শেষে আজ এক লাখ টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2y9DPwK

September 18, 2017 at 11:44PM
18 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top